রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামি মহাসম্মেলন। মঙ্গলবার সকাল ৯টা থেকে সম্মেলন শুরু হয়। কিন্তু ভোর রাত থেকেই লাখো ওলামা-মাশায়েখ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন ঘিরে রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে। সকালে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
ইসলামি মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও সম্মেলনের সীমানা ছাড়িয়েছে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ পর্যন্ত। ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, শিক্ষা ভবন এলাকার সড়কে যান চলাচল করতে পারছে না। এ কারণে সায়েন্সল্যাব তথা মিরপুর রোড, চাঁনখারপুল, পল্টন, নয়াপল্টন, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে গাজীপুরে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। এরপর পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখে। তাদের ছয়টি কারখানায় সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন বকেয়া।
এ নিয়ে শ্রমিকরা বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।