reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২৪

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকেলে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে—বিষয়টি আজ মঙ্গলবার জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন নতুন দাম ঘোষণা করবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বরের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী, এলপিজির নতুন দাম আজ বিকেল সাড়ে ৩টায় জানানো হবে।

এর আগে, অক্টোবরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাস সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল। জুন ও মে মাসে এলপিজির দাম কমানো হয়েছিল যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা।

এছাড়া বিইআরসি অক্টোবর মাসে অটোগ্যাসের দামও বাড়িয়েছিল। অক্টোবরে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৩ সালে ৫ দফা দাম কমানোর পর, এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে ৭ দফায়। গত বছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাইয়ে দাম কমানো হয়েছিল, আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে দাম বাড়ানো হয়েছিল।

এখন দেখার বিষয়, আজকের ঘোষণা অনুযায়ী, এলপিজি ও অটোগ্যাসের দাম কীভাবে পরিবর্তিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলপি গ্যাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close