নিজস্ব প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০২৪

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন 

মো. শাহজাহানকে আওয়ামী লীগ  নেতা বলে মিথ্যা মামলা

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্যবসায়ী সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. শাহজাহানকে আওয়ামী লীগ নেতা বলে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মো. শাহজাহান দীর্ঘ ৩০ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফের ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে সিন্থিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

এছাড়া ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন। অথচ কিছু অসাধু লোক শাহজাহানকে আওয়ামী লীগ নেতা ও যুগ্ম সম্পাদক বলে অপপ্রচার চালায়। শুধু তাই নয় অপপ্রচারকারীরা এই পদটি ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। সর্বশেষ আশুলিয়া থানায় তাকে আওয়ামী লীগ নেতা বলে একটি মামলার আসামিও হয়। সেখানে তাকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে অপপ্রচার চালানো হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মো. শাহজাহান বলেন, আমি সম্পূর্ণ নিরপরাধ। আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো দাবি করেন আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আওয়ামী লীগ কেন আমার নামে ২০২২ সালে বিএনপি বলে থানা মামলা করে।

উল্লেখ্য, গত ১৮/১১/২০২২ (মামলা নং-২৩) সিরাজগঞ্জ কামারখন্দ থানায় তৎকালীন আওয়ামী লীগ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকার মো. শাহজাহানকে বিএনপির নেতা বানিয়ে ১৭ নাম্বার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে মিথ্যা মামলা করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা কাস্টমস,যুগ্ম সম্পাদক,মিথ্যা মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close