অনলাইন ডেস্ক
০১ নভেম্বর, ২০২৪
৩০০ ফিট সড়কে যৌথ অভিযান
রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের রাতের মায়াবী দৃশ্য বিমোহিত করে নগরবাসীকে। তাই পূর্বাচলের সেই সড়ক দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অনেকে। তবে গাড়ির বেপরোয়া গতি আর বাইকারদের উচ্ছৃঙ্খল আচরণে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সড়কটি।
বৃহস্পতিবার রাতে ৩০০ ফিটে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ। উত্তরা আর্মি ক্যাম্পের প্রায় ৬০ জন সেনা সদস্য এবং ডিএমপির প্রায় ১২ জন পুলিশ এই অভিযানে অংশ নেন।
এ সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। লাইসেন্স কিংবা হেলমেটবিহীন যাত্রীদের করা হয় জরিমানাও।
পুলিশ কিংবা গণমাধ্যম, ভিআইপি কিংবা দামি ব্র্যান্ডের গাড়ি কোনোটিই বাদ যায়নি অভিযান থেকে। গণমাধ্যমের ভুয়া লোগো বহন করা গাড়িকে করা হয় জরিমানা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন