নিজস্ব প্রতিবেদক

  ৩১ অক্টোবর, ২০২৪

কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ 

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আকবর আলীর ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ উপার্জন করে রাজনৈতিক প্রভাব বিস্তারসহ এলাকায় যুবসমাজকে মাদক ব্যবসায় উদ্বুদ্ধকরণের দায়ে এই অভিযোগ করা হয়।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) সাইফুল ইসলাম মিয়াজি বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান বিগত আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। সরমংলা গ্রামে বাড়ি করেছেন প্রায় ২ কোটি টাকায়, হাবাসপুর মৌজায় ৫ বিঘা জমির মূল্য ৫ কোটি টাকা, সরমংলা মৌজায় ১৫ বিঘা জমির মূল্য ১৫ কোটি টাকা, আরেক অংশে সরমংলা মৌজায় ১৭ কাঠা ৫০ লাখ টাকাসহ জলাহার কার্ব মোড় এলকায় ৩ বিঘা ৩ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নামে বেনামে কয়েক শতকোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ। সে মাদক সরবরাহ করে এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনসহ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে মিশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রেখেছে।

এলাকাবাসী বলছেন, মিজানের বিরুদ্ধে মুখ খোলার কারো সাহস নেই। কেউ মুখ খুললেই চলে অত্যাচার, গালাগাল ও হত্যার হুমকি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক ব্যবসায়ী,রাজশাহী,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,আকবর আলী,অভিযোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close