reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২৪

ঢাকার বায়ুতে বেড়েছে দূষণ

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। ফাইল ছবি

মেগাসিটি ঢাকার বাতাসের মানের অবনতি হয়েছে। বর্তমানে এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৫ম অবস্থানে রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা যথাক্রমে ৬৯৬, ২৮৮ ও ১৬৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে অবস্থান করছে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাসের মান,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close