reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২৪

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনির রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানা এসআই সায়াদ উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ফুটপাতে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই যুবক ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মরদেহ উদ্ধার,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close