অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকার বাতাসে কমল দূষণের মাত্রা
বিশ্বের বড় বড় শহরগুলোয় দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকায়ও বায়ুদষণ বাড়ছে। তবে মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়।
বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বৃষ্টির পর শুক্রবার সকালে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশ কমেছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। ৭৯ স্কোর নিয়ে ২২ নম্বরে আছে ঢাকা।
সকাল ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দুবাই।
একই সময়ে ১৬৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো, চীনের চেংদু শহর ১৫৮ স্কোর নিয়ে আছে তৃতীয় স্থানে। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে কাতারের দোহা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন