reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সংস্কার উদ্যোগকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আন্তোনিও গুতেরেস এ সমর্থনের কথা বলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তারা বৈঠকে বসেন।

এ সময় ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান গুতেরেস।

বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান গুতেরেস।

শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব। মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতিসংঘ মহাসচিব,অন্তর্বর্তী সরকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close