অনলাইন ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৪
রাজধানীর কদমতলী থেকে বৃদ্ধা নিখোঁজ
রাজধানীর কদমতলী থানার তুষারধারা থেকে মাজেদা বেগম (৭৩) নামে বৃদ্ধা হারিয়ে গেছেন। ২১ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫টায় তিনি নিখোঁজ হন।
মাজেদা বেগম একজন মানসিক রোগী। গ্রামের বাড়ি কুমিল্লার উলুকান্দিতে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে প্লাজো ও গেঞ্জি ছিল। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
মাজেদা বেগমের নাতি সাংবাদিক জোবায়ের মিলন জানান, কদমতলী থানার তুষারধারা আবাসিক এলাকার সাদ্দাম মার্কেট (সাইনবোর্ড) থেকে হারিয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। পরে কদমতলি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে ০১৭৮৩৫২২২৫২ (ছেলে সোহাগ), ০১৯১৪০২৩১৭৭ (নাতি জোবায়ের মিলন) এ নম্বরে যোগাযোগ করুন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন