reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীতে বনানী কাকলি তিন রাস্তার মোড়ে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকচালক লিটন ভাওয়াল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

লিটনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক মালিক মেহেদী হাসান সবুজ জানান, রাতে বনানী কাকলি তিন রাস্তা মোড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আমরা খবর পেয়ে লিটনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close