নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল হচ্ছে
অন্তর্বর্তী সরকার দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করছে। ২০২৫ সালের জুলাই থেকে এ পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ পরিকল্পনা বাস্তবায়ন করবেন না।
বুধবার (১৮ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেছেন, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর করছি না। রাজনৈতিক সরকার এলে হয়তো করবে, কিন্তু আমরা করবো না।
‘কবে উন্নত দেশ হবো, কবে মাথাপিছু আয় কতো হবে, এ পরিকল্পনা আমরা করবো না’- যোগ করেন এ উপদেষ্টা।
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি, সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এ পরিকল্পনা তৈরি করছে না।