reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আদালতে তোলা হলো শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় তাদের।

সোমবার তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পর তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিন ভোরে ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

পুলিশের দাবি, ধোবাউরার স্থানীয় লোকজন তাদের আটকের পর পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমকেও আটক করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোজাম্মেল বাবু,আদালত,শ্যামল দত্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close