reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২৪

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে পাভেল রহমান (৪৫) নামে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শফিকুল ইসলাম জানান, পাভেল রহমানের কয়েদি নম্বর ৬৬৩১/এ। তার বাবার নাম গোলাপ রহমান। তিনি সকালে অসুস্থ হয়ে পড়েন। পর ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পাভেল কোন মামলায় আটক ছিলেন, তা জানাতে পারেননি কারারক্ষী শফিকুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢামেকে মৃত্যু,কেন্দ্রীয় কারাগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close