এসপি কাফী সাময়িক বরখাস্ত
পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলি করে ছাত্র হত্যা ও পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।
সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপার নিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া মো. আব্দুল্লাহিল কাফী গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন।
তাই, মো. আব্দুল্লাহিল কাফীকে বি এস আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ৩ সেপ্টেম্বর (২০২৪) থেকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।