শিপ ইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনকে আনা হলো ঢাকায়
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি চারজন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
এর আগে, শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন।
যাদের ঢাকায় আনা হয়েছে- বরকত উল্লাহ, আনোয়ার হোসেন, আল আমিন, জাহাঙ্গীর, হাবীব, কাসেম, খাইরুল ও আহমেদ উল্লাহ। এদের মধ্যে জাহাঙ্গীরের ৭০ শতাংশ, আহমেদ উল্লাহর ৯০ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ, বরকত উল্লাহর ৬০ শতাংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রায়হানুল কাদের বলেন, সীতাকুণ্ডে দুর্ঘটনায় দগ্ধ ১২ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।