reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ জানান, রাতের দিকে রিকশায় খিলগাঁও রেলগেট পার হচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারীর মৃত্যু,রাজধানী,ট্রেনের ধাক্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close