নিজস্ব প্রতিবেদক

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বৃহস্পতিবার সকালে বেবিচক সদরদপ্তরে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু ও জাপানি কোম্পানীর সম্পৃক্ততা, লোন পেমেন্ট সংক্রান্ত বিষয়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয় পক্ষই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেবিচক চেয়ারম্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close