অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর, ২০২৪
আজ থেকে পোশাক কারখানা খোলা
সব পোশাক কারখানা আজ বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। কারখানা খোলা রাখার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা দেবে বলেও জানায় সংস্থাটি।
বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এসব কথা বলেন।
খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিক আন্দোলনে গত কয়েক দিনে ১৬৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। যদিও এই আন্দোলনে শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। বহিরাগতদের হামলায় পোশাক কারখানায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারখানার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় গার্মেন্টস চালুর সিদ্ধান্ত নেন মালিকরা।’
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন