reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০২৪

শুক্রবার মেট্রোরেল চলার ঘোষণা 

ছবি : সংগৃহীত

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, গণপরিবহন মেট্রোরেল শুক্রবারও চালুর প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, এখন মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন যাত্রী পরিবহন করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে যাত্রী চাহিদা বাড়ায় শুক্রবারও মেট্রোরেল চলুর জন্য কাজ চলছে।

সূত্রটি আরও জানায়, শুক্রবার মেট্রোরেল চালুর প্রস্তুতি চললেও এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা, সমীক্ষা চলছে। খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গত ১৮ জুলাই কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর ৩৭ দিন পর আবার চলাচল শুরু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেট্রো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close