বিএসএমএমইউতে সচল সব ধরনের চিকিৎসাসেবা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারাদেশের হাসপাতালগুলোয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে গত ১ সেপ্টেম্বর দিনটি কেটেছে উদ্বেগ ও উৎকণ্ঠায়। ঢামেকের পাশাপাশি সরাদেশের বড় হাসপাতালগুলোয় এর প্রভাব ছিল লক্ষণীয়। এর প্রভাব পড়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ)। তবে সে ধাক্কা কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরেছে হাসপাতালটিতে।
ওয়ান ইস্টু ওয়ান নিরাপত্তার দাবিতে ঢামেকে শুধু জরুরি চিকিৎসা ছাড়া বহির্বিভাগ সেবা বন্ধ থাকলেও বিএসএমএমইউতে সচল হয়েছে বহির্বিভাগসহ সব ধরনের চিকিৎসা। সোমবার বিএসএমএমইউর ইনডোর ও আউটডোর সেবা পরিদর্শন করে এই চিত্র দেখা যায়।
সকাল থেকেই হাসপাতালটির বহির্বিভাগে ছিল রোগীর উপচে পড়া ভিড়। এর পাশাপাশি সব পরীক্ষা-নিরীক্ষাও চালু আছে। ফলে রোগীদের উল্লেখযোগ্য কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। বহির্বিভাগের প্রতিটি কক্ষে চিকিৎসকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।