নিজস্ব প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

দুই বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

ছবি : প্রতিদিনের সংবাদ

কক্সবাজার ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া। গত ৩০ ও ৩১ আগস্ট দুই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান চলমান প্রকল্পসমূহ টার্মিনাল বিল্ডিং, সমুদ্রগর্ভে রানওয়ে এক্সটেনশন প্রজেক্ট, সম্প্রসারিত এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, টার্মিনাল বিল্ডিং এর কাজ ইতোমধ্যে ৯৩ শতাংশ শেষ হয়েছে এবং বাঁকী কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে ৯ হাজার ফিট রানওয়ে প্রস্তুত আছে। আরও ১ হাজার ৭০০ ফিট রানওয়ে করা হয়েছে। সর্বমোট ১০ হাজার ৭০০ ফিট রানওয়ে হয়েছে। এছাড়া এই রানওয়েকে আন্তর্জাতিকভাবে ঘোষণা দিতে যে সকল জটিলতা এখনো বিদ্যমান, দ্রুততম সময়ের মধ্যে সে সকল জটিলতা কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাব।

অন্যদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের এক্সপানশন ফেজ-১, ফেরিফেরাল সিকিউরিটি বাউন্ডারি ওয়াল, পিএএলএস রোড এরিয়াসহ বিমানবন্দরের অন্যান্য স্থানসমূহ পরিদর্শন করেন।

এসময় বেবিচক চেয়ারম্যান উন্নতমানের যাত্রীসেবা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেবিচক চেয়ারম্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close