প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে চান
প্রবাসী ও তাদের পরিবাররা বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জাননো হয়।
প্রবাসী ও তাদের পরিবারদের অন্যান্য দাবি হচ্ছে—
বিমানবন্দরগুলোতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা, পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে, বিমানবন্দরে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা, বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ বা ব্যাংকে জমা করা, বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায়— সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ৫৭ জন সাজাপ্রাপ্ত প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা, সব দূতাবাসকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ মুক্ত রাখা, প্রবাসীসেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ গ্রহণ বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা, বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ দিয়ে পাঠানো হয়, পরবর্তীকালে তা মেলে না— এটা বন্ধ করতে হবে। বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা, বিদেশে পাঠানোর আগে ওই কাজের ওপর কমপক্ষে ৩-৬ মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো।