ড. ইউনূসকে অ্যামিন এরদোয়ানের শুভেচ্ছা বার্তা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি ও জাতিসংঘের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অ্যামিন এরদোয়ান।
বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। এরপরই তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোয়ানপত্নী অ্যামিন।
অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে অ্যাক্স মাধ্যমে অ্যামিন লিখেছেন, ‘আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি।’
অ্যামিন বিশ্বাস করেন, বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে।
তিনি লিখেছেন, ‘এই উপলক্ষে আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’