জনগণকে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার আহ্বান
চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সব ছাত্র-জনতাকে রাজপথে সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার (৫ জুলাই) রাত সোয়া ৯ টায় এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
নাহিদ বলেন, আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করেছি। এটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো আমাদের দ্বিতীয় ধাপ। এ পর্যন্ত আপনারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করুন। আপনারা রাজপথ ছাড়বেন না, কোনো সহিংসতা করবেন না।
তিনি বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। কোনো সাম্প্রদায়িক হামলা, সহিংসতা চলবে না। সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার অহ্বান জানানো হলো। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদী জনতা। কোনো নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে জনগণকে রুখে দিতে হবে। আমরা এই বিজয়ে দেশবাসীকে অভিনন্দন জানাই।