reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সরকারকে মানুষের প্রাণরক্ষার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। ফাইল ছবি

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন, এ সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।

রবিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরো মানুষ মারা গেছেন। এ সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।

সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরো মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে।

এ অবস্থায় বাংলাদেশের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রাণ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও বাকস্বাধীনতা রক্ষার বাধ্যবাধকতা মেনে চলতে আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভলকার টুর্ক,জাতিসংঘ,সহিংসতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close