অনলাইন ডেস্ক
০৪ আগস্ট, ২০২৪
খবর সংগ্রহ করতে গিয়ে একাত্তর টিভির রিপোর্টার আহত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে রামপুরা-বাড্ডা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো ছাত্রছাত্রীর পাশাপাশি সাধারণ জনতা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ছাত্র আন্দোলনের খবর সংগ্রহ করতে রামপুরা-বাড্ডায় ছিলেন হাবিব রহমান। দুপুর ১টার দিকে হঠাৎ একাত্তর টিভির একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ সময় তারা একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিব রহমানকে ঘিরে হত্যার হুমকি দেয় এবং গালাগাল শুরু করে। বিক্ষুব্ধরা হাবিব রহমানকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এর আগেও খবর সংগ্রহের সময় হাবিব রহমামকে আক্রমণ করে দুর্বৃত্তরা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন