reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০২৪

খালেদা জিয়া সিসিইউতে

ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানায় দলটির মিডিয়া সেল।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন।

গত রোববার দিনগত মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই একই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close