reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২৩

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া। ফাইল ছবি

বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট উন্নয়নশীল শহরগুলোতেও বাড়ছে বায়ুদূষণ। তবে ঝুঁকিপূর্ণ বায়ুদূষণে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো শহর।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তবে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো অবস্থা আরো ভয়াবহ। বায়ুদূষণে বিশ্বের ১০৮টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ ষষ্ট, শহরটির স্কোর রয়েছে ১৮১।

সকাল ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে শীর্ষ পাঁচটি শহরের মধ্যে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের করাচি ও লাহোর এবং ভারতের দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মানসূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) থেকে এ তথ্য পাওয়া গেছে। ভয়াবহ দূষণের তালিকাতে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো, শহরটির স্কোর ২৮৪। এরপর ভিয়েতনামের হ্যানয় প্রদেশ রয়েছে ২০৯ স্কোর নিয়ে, পাকিস্তানের করাচি ২০৭ ও পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে স্কোর ১৯৯ নিয়ে। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ১৮২। এরপরের অবস্থানে রয়েছে ঢাকা যার স্কোর ১৮১। একই সময়ে বিশ্বের মধ্যে সবচেয়ে নির্মল বাতাস রয়েছে কানাডার টরেন্টো ও অস্ট্রেলিয়ার সিডনি শহরে। এ দুই শহরের স্কোর যথাক্রমে ৪ ও ৭।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস,বায়ুদূষণ,আইকিউএয়ার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close