অনলাইন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩
ডেমরায় বাড়ি ঘিরে রেখেছে র্যাব, ১৫ ককটেল উদ্ধার
রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরার খাঁননগর এলাকার ওই পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন।
আটককৃতরা হলেন—মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
এএসপি শামিম হোসেন বলেন, নাশকতার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। এ ছাড়া ওই বাড়িটিতে তল্লাশি করে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম রয়েছে।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন