reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (১৯)।

রবিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, রবিউল ইসলাম, আমিরুল ইসলাম, শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭)।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিকের মৃত্যু,শ্যামপুর,বিস্ফোরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close