reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০২৩

২০ ঘণ্টা পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

ছবি : সংগৃহীত

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু। এর আগে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিলো বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শনিবার সকালেও নগরীর বেশ কয়েটি সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সদরঘাট,বিআইডব্লিউটিএ,লঞ্চ চলাচল,বরিশাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close