reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০২৩

মিধিলি’র প্রভাব কাটিয়ে আকাশে ঝলমলে রোদ

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রভাব কেটে যাওয়ার পরই ঢাকায় সূর্যের দেখা মিলেছে। টানা দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর মেঘমুক্ত আকাশে সকালেই সূর্যের তেজ বলে দিচ্ছে সারাদিন ভালোই যাবে আবহাওয়া। অধিফতরও বলছে, মিধিলির প্রভাবে দু-একদিন আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি ঝরিয়ে মিধিলি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে আরও উত্তর–পূর্ব দিকে চলে গেছে। ফলে আজ শনিবার এবং আগামীকাল রোববার বৃষ্টিপাত থাকবে না, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

শনিবার (১৮ নভেম্বর) আবহাওয়া ভালো থাকায় জনজীবনেও স্বস্তি ফিরে এসেছে। সকালেই নিজ নিজ কাজে বের হয়েছেন রাজধানীবাসী। গতকালের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ঠান্ডা বাড়তে পারে।

একই কথা গতকাল শুক্রবার আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। তিনি বলেন, 'মিধিলি'র প্রভাবে সারা দেশে বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে। এ ছাড়া চলতি মাসে আপাতত কোনো ঘূর্ণিঝড় হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায় ২৪৯ মিলিমিটার, চাঁদপুরে ২৩২ মিলিমিটার, বরিশালে ২২১ মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ১৪৯ মিলিমিটার। এ সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়েছে। মিধিলির তাণ্ডবে সারা দেশে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য বলছে, কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিধিলি,ঘূর্ণিঝড়,ঝলমলে আলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close