অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩
গুলশানে আদম তমিজীর বাসা ঘিরে রেখেছে র্যাব
রাজধানীর গুলশানে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজী হকের বাসা ঘিরে রেখেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি র্যাব ঘিরে রেখেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাবের কোনো কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমে কিছু জানাননি।
এর আগে গত ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন