reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০২৩

দুই আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষীপুর-৩ ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ কথা জানিয়েছেন।

এর আগে দুজন সংসদ সদস্যের মৃত্যুতে দুটি আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে এই দুই আসনে ভোট হবে কি না, তা নিয়ে আজ বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে এ সিদ্ধান্ত হয়।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এম শাহজাহান কামাল মারা যান। এতে একাদশ জাতীয় সংসদের মেয়াদের একদম শেষ পর্যায়ে এসে শূন্য হয় দুটি আসন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপনির্বাচন,নির্বাচন কমিশন,ইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close