অনলাইন ডেস্ক
০২ অক্টোবর, ২০২৩
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ আশেপাশের এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক তিন। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। তবে তারা উৎপত্তিস্থল জানিয়েছে, ভারতের আসাম।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন