প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

আজকের এই দিনে

আজ ২৫ ডিসেম্বর সোমবার, ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্রশাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নব-উদ্দীপনা।

আসুন জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিডিপিয়া থেকে।

১০০০ সালের এই দিনে ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১০৬৬ সালের এই দিনে উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬৯১ সালের এই দিনে রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।

১৭৫৮ সালের এই দিনে হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।

১৭৭১ সালের এই দিনে দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।

১৮৪৮ সালের এই দিনে নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।

১৯২৫ সালের এই দিনে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯২৬ সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।

১৯২৭ সালের এই দিনে ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।

১৯৪৫ সালের এই দিনে ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।

১৯৬৪ সালের এই দিনে ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।

১৯৬৮ সালের এই দিনে ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন খেতমজুরকে পুড়িয়ে মারা হয়।

১৯৭৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close