reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকার বায়ুদূষণ বাড়ছে, আজ অবস্থান চতুর্থ

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। ফাইল ছবি

টানা বৃষ্টি হলে তার প্রভাব ঢাকার পরিবেশের ওপরও পড়ে। কয়েকদিন ধরে ঢাকায় বেশ বৃষ্টি হয়েছে। সেই সুবাদে ঢাকার বাতাস তুলনামূলক ভালো থাকলেও আজ সকাল থেকে আবার দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৪র্থতম স্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) দেখা যায়, এ সময় ঢাকার স্কোর ১৫২। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।

বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরে প্রতিনিয়ত বেড়েই চলেছে বায়ুদূষণ। নানাবিধ কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর তাই বিশ্বে বাড়ছে সব ধরনের দূষণ। কোনোমতেই কমানো যাচ্ছে না বায়ুদূষণ।

দেখা যায়, এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের করাচি। আবার ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ১৫৩। তালিকায় ১৫২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা আর ১৩৯ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দূষিত শহর,বায়ুদূষণ,ঢাকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close