
২ ছাত্রলীগ নেতাকে মারধর : আরো ৩ দিন সময় পেল তদন্ত কমিটি

রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরো তিন দিন সময় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। এদিন তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো ৭ কর্মদিবস সময় চেয়ে আবেদন করে তদন্ত কমিটি।
গত ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে এডিসি হারুনের ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে মারধর করা হয়। ঘটনার দিন ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন এডিসি সানজিদা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে মারধর ও হাতাহাতি হয়।
এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর হারুনকে বরখাস্ত করা হয়। এর এক দিন পর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকেও বদলি করা হয়।
এদিকে পুরো বিষয় খতিয়ে দেখতে গত ১০ সেপ্টেম্বর ডিএমপি তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। ডিএমপি সদরপ্তরের উপ-কমিশনার আবু ইউসুফকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
পিডিএস/এএমকে