নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দক্ষ গৃহশ্রমিক হয়ে ওঠার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই’

দক্ষ শ্রমিক হয়ে ওঠার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গৃহকর্মসহ যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া থাকলে শোভন কাজের পরিবেশ সৃষ্টি হবে।
গৃহকর্মীদের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় অংশীজনের একটি মতবিনিময় সভায় এই কথা বলেন বক্তারা। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের (মট্স) কনফারেন্স হলে এই সভা হয়।
সুনীতি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী নারী এই সভার আয়োজন করে। গৃহকর্মীদের শোভন কাজের বাধাগুলো চিহ্নিত করা ও অনানুষ্ঠানিকখাতে শোভন কাজ নিশ্চিত করার ক্ষেত্রে করণীয় বিষয় আলোকপাত করার জন্য ওই মতবিনিময় সভা হয়। এতে মিরপুর এলাকার কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা, মসজিদের ইমাম, নিয়োগকারী ও গৃহশ্রমিকসহ সমাজের বিভিন্ন স্তরের মোট ৬৫ জন ব্যক্তি এতে অংশগ্রহণ করেন।
আইএলওর মতে, যে কর্মসংস্থান শ্রমিকের ন্যায্য আয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ব্যক্তিগত উন্নতির সম্ভাবনা, পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করে, তা-ই ডিসেন্ট জব বা শোভন চাকরি।
সভায় স্বাগত বক্তব্য দেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়ক আবুল হোসেন। সমাপনী বক্তব্য দেন কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল।
এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার বেগম মেহেরুন্নেসা ও শিখা চক্রবর্তী, পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সালমা বেগম, শাহ্ আলী থানার এসআই মো. শামসুল আলম, রূপনগর থানার এএসআই মো. রাশেদুল, ভাষানটেক থানার এএসআই তপতী বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন রাড্ডা এমসিএইচ, ম্যারি স্টোপস, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস (ব্লাস্ট) ও মানবাধিকার কমিশনের প্রতিনিধি। সভা সঞ্চালনা করেন কর্মজীবী নারীর প্রকল্প ব্যবস্থাপক ফারহানা আফরিন তিথি।
গৃহকর্মীদের নিয়ে আরো গবেষণা হওয়া জরুরি বলে মন্তব্য করেন ওয়ার্ড কমিশনার বেগম মেহেরুন্নেসা। দেশে গৃহকর্মীদের নিয়ে আইন পাশ হলে তা সুষ্ঠুভাবে প্রয়োগের ব্যাপারে সবার নজর দিতে বলেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ফেরদৌসি।
পল্লবী থানার এসআই সালমা বেগম বলেন, ‘একজন পুলিশের দায়িত্ব পালন করা অবস্থায় আমার পক্ষে যতটুকু কাজ করা সম্ভব আমি করবো, পল্লবী থানা এলাকায় গৃহকর্মী-সংক্রান্ত যেকোনো সমস্যায় বা কাজে আমি সবসময় আছি। তবে আমাদেরও কিছুটা বাধ্য-বাধকতা থাকে, আমরা কোথাও আটকে গেলে তা উঁচু পর্যায়ে পাঠিয়ে দিই।’
গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কর্মী রাবেয়া সুলতানা রাণী বলেন, ‘গৃহকর্মীরা যখন কাজে যায় তখন তার বাচ্চারা রাস্তায় খেলতে খেলতে অনেক সময় এ্যাক্সিডেন্ট করে, নেশা করে, শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটে। শোভন কাজের সঙ্গে গৃহকর্মীদের বাচ্চাদেরকেও প্রোটেকশনের সম্পর্ক রয়েছে।’
উম্মে হাসান ঝলমল গৃহকর্মীদের শিক্ষার প্রতি জোড় দিয়ে বলেন, ‘দক্ষ শ্রমিক হয়ে ওঠার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই্। গৃহকর্মসহ যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া থাকলে শোভন কাজের পরিবেশ সৃষ্টি হবে।’
পিডিএস/এএমকে