নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

এবারের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতি ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে।
প্রতিটি লোকালয়ের জন্য একজন করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। উক্ত ক্যাম্পেইনারদেরকে প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকগণ। এবং উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরি করছে - যারা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এবং স্থানীয় প্রশিক্ষকরা ক্যাম্পইনারদের ক্যাম্পইন করাবে।
আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা হলো। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এছাড়াও ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সভাপতি এবং সম্পাদকগণ উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছিলেন ‘অফলাইন ক্যাম্পেইন’ এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারি ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।
একশ শিক্ষকের প্রথম ব্যাচ প্রশিক্ষণের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এর পর উদ্বোধনি বক্তৃতা দেওয়া হয়। অতপর প্রধান সমন্বয়কারি, সার্বিক ক্যাম্পেইনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।
সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এ অনুষ্ঠানে। যারা পরবর্তীতে পর্যায়ের আরো নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দিবেন।