
বায়ুদূষণের শীর্ষ ১০-এ ঢাকা

বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরগুলোতেও প্রতিনিয়ত বেড়েই চলেছে বায়ুদূষণ। নানাবিধ কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর তাই বিশ্বে বাড়ছে সব ধরনের দূষণ। কোনোমতেই কমানো যাচ্ছে না বায়ুদূষণ। এ তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজধানী ঢাকাও। আজ ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৩৪। বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে বায়ু দূষণ।
তবে বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে মাঝে মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসলেও আবার তাপদাহে তা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ সেপ্টেম্বর) বায়ু দূষণের শহরের তালিকায় ঢাকা অবস্থান ৯তম স্থানে অবস্থান করছে। যদিও চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা। বৃষ্টি হওয়ায় মাঝে মাঝে ঢাকার দূষণে হেরফের হচ্ছে। তবে পরিমাণমতো বৃষ্টি কম হওয়ায় আবার তা বেড়েও যাচ্ছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৩৪। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর দূষণের ৯তম স্থানে অবস্থান করছে।
পিডিএস/মীর