reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৩

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ১৪৯। বাতাসের এ মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

এ তালিকায় ২৩৭ একিউআই স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; ১৫৬ নিয়ে দ্বিতীয় ইসরায়েলের তেল আবিব। চতুর্থ স্থানে থাকা চীনের সাংহাইয়ের স্কোর ১৩৪ এবং পঞ্চম স্থানে থাকা চীনের চেংদুয়ের স্কোর ১৩০।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্বাস্থ্যকর,ছুটির দিন,ঢাকার বাতাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close