reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৩

সৌদি পৌঁছেছেন ৬৪,২৭৭ হজযাত্রী

মৃত্যু আরো একজনের

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারিভাবে ৫৪ হাজার ৯২৭ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ হজ অফিসের বরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মদিনায় গমন এবং মদিনার আবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন ছাড়াও প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, পবিত্র হজ পালনের উদ্দেশে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে মক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম আদম উদ্দিন মন্ডল (৭১)। পাসপোর্ট নম্বর- EE0724900।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২১ মে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। এছাড়া হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই থেকে। এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি,হজযাত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close