reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২৩

পরিবেশ বিপর্যয় ঠেকাতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট। সেইসঙ্গে মাথাপিছু জমিও সর্বনিম্ন। তাই এর সর্বোত্তম ব্যবহার প্রয়োজন।

সোমবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্লাস্টিক দূষণ রোধ এবং নদী রক্ষায় সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। তবে এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রয়াসে পরিবেশ বিপর্যয় না ঠেকানো গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের অভিঘাত রয়েছে। জনসংখ্যাবহুল দেশে পরিবেশ সংরক্ষণ একটি দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে আশঙ্কাজনকহারে বেড়েছে প্লাস্টিক দূষণ। সবাই সতর্ক ও সচেতন না হলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।

হাছান মাহমুদ আরো বলেন, আগের তুলনায় কৃষিজমি বাড়েনি বরং কমেছে। রাস্তা সংস্কারের কারণেও কৃষিজমি নষ্ট হয়েছে। তবু শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি আমরা।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিবেশ বিপর্যয়,তথ্যমন্ত্রী,হাছান মাহমুদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close