অনলাইন ডেস্ক
০৩ জুন, ২০২৩
ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, সকাল আটটার দিকে লেকে মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত কিশোরের নামপরিচয় এখনো জানা যায়নি।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন