অনলাইন ডেস্ক
২৮ মে, ২০২৩
গাজীপুরের মতো সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে: ইসি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো সংসদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রবিবার (২৮ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মো. আলমগীরের দাবি, গাজীপুরে ভোটের মাধ্যম নির্বাচন কমিশন, সরকার ও ভোটারদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে। সবাই যেন ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবে কমিশন।
মার্কিন ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক নেই বলেও সাংবাদিকদের জানান ইসি আলমগীর।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন