
গাজীপুরে ৪৩০ কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

গাজীপুর সিটির নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৩০ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে এ ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২ হাজার ২৫ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৭৩ ভোট।
গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে এ নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
মধ্যরাত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা এ দুই প্রতীকের নেতাকর্মীরা নগরীর বঙ্গতাজ মিলনায়তনের সামনে ভিড় করছেন নিজেদের পক্ষে ফল আসবে এ আশায়। ভিড় বাড়তে থাকলে উত্তেজনার রেশও ছড়ায় তাদের মধ্যে। একেকটি কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে আর নৌকা কিংবা টেবিল ঘড়ির এগিয়ে থাকার তথ্যে হাততালি, উল্লাস ও স্লোগানে কেঁপে উঠছে ফল ঘোষণা কেন্দ্রের বাইরের প্রাঙ্গণ। তাৎক্ষণিক ফল জানার আশায় এক পর্যায়ে সমর্থকরা ধীরে ধীরে দেয়াল টপকে বঙ্গতাজেও ঢুকতে শুরু করে। ভিড় বেড়ে যাওয়ায় আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা তাদের মিলনায়তনের পাশ থেকে সরিয়ে রাস্তার অপর পাশে নিয়ে যায়৷ সেখান থেকেই তখন উচ্ছ্বাস জানাচ্ছিলেন দুই প্রার্থীর সমর্থকরা।
সময় যত গড়িয়েছে ভোটের হিসাবে টেবিল ঘড়ি এগিয়ে থাকায় আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস বেশি দেখা গেছে সেই শিবিরেই। অন্যদিকে আশা ছাড়ছেন না আজমত উল্লা খানের সমর্থকরাও। তারা বলছেন, ভোট দিয়েছেন নৌকায় তাই শেষ কেন্দ্রের ফল ঘোষণার আগেও তারা আশা ছাড়তে রাজি নন।
নির্বাচনের ফলাফল ঘোষণা শুরুর প্রথমদিকে ঘোষণাকেন্দ্রের বাইরে তেমন ভিড় ছিল না নৌকা সমর্থকদের। সময় যত গড়িয়েছে ক্রমান্বয়ে তাদের ভিড় বেড়েছে। টেবিল ঘড়ি শিবিরেও ভিড় হয়েছে আরও পোক্ত। দিনভর ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা মধ্যরাত পেরিয়েছে। তবে ইভিএমে ভোট হলেও ফল ঘোষণা করতে দেরি হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন তৃতীয় লিঙ্গের। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।