reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২৩

ডেঙ্গু জ্বরে ৫২ জন হাসপাতালে ভর্তি 

ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মোট ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়কালে ঢাকায় নতুন ভর্তি রোগী ৪১ জন এবং ঢাকার বাইরে ১১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৭৮ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৪৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৬২০ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১০৪২ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৫৭৮ জন।

এ পর্যন্ত ১ হাজার ৪২৯ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ৮৮৪ জন, ঢাকার বাইরে ৫৪৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু জ্বর,হাসপাতালে ভর্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close