reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০২৩

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন : পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যদি জয়লাভ না হয় তাহলে আমাদের যে অর্জন সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।’

সোমবার (২৭ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করবো, ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, আমেরিকা সেটা স্বীকার করবে। স্বীকার করলে আমরা খুব আনন্দিত হবো।’

বিরোধী বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালায়। তারা বলে যে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে শেখ হাসিনা সরকার গণতন্ত্র ধংস করে দিলো। ১৯৭১ সালে গণতন্ত্র যখন নস্যাৎ হয়ে যায়, বিচার যখন নস্যাৎ হয়ে যায়, তখন বাংলাদেশিরা মানবাধিকার, ন্যায়বিচার বহালে যুদ্ধ করেছি, স্বাধীন করেছি। আমাদের রক্তে গণতন্ত্র, আমাদের রক্তে ন্যায়বিচার, মানবাধিকার।’

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পররাষ্ট্রমন্ত্রী,অত্যন্ত কঠিন,আগামী নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close